[ Ubuntu-BD ] উবুন্টুতে এজ মডেম
Susanta Barman
isusanta at gmail.com
Wed Apr 30 11:48:12 BST 2008
বন্ধুগণ,
শুভেচ্ছা নেবেন। আমি উবুন্টুতে ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। পুরাতনটাতেও
অবশ্য পারিনি। আমি এজ মডেম ব্যবহার করি। আমারটা নন ব্রান্ড, কমদামী। উপরে নাম
লেখা আছে world in the hand
এটা দিয়ে কি উবুন্টু দিয়ে ইন্টারনেটে কানেক্ট হতে পারব?
আর অভিজ্ঞতার কথা বললে বলতে হয়। আমি ১৯৯৮ সাল থেকে লিনাক্সের সাথে পরিচিত।
কাজের জন্য অবশ্য উউন্ডোজ ব্যবহার করি। কিন্তু লিনাক্সের প্রতি দুর্বলতা আমি
সবসময়ই পোষণ করি। উবুন্টু'র সাথে আমি আগে থেকে পরিচিত। কিন্তু বাংলা লিখতে না
পারার কারণে এবং ইন্টারনেট ব্যবহার করতে না পারার কারণে(পূর্বে bttb এর কানেকশন
ব্যবহার করতাম। কিন্তু মডেম সেট করতে পারিনি) নিয়মিত লিনাক্স ব্যবহার করি না।
কিন্তু আমি সবসময় লিনাক্স ব্যবহার করতে চাই। যদি বাংলা লেখা আর ইন্টারনেট
কানেকশনটা সহজ হত তাহলে আমার জন্য খুব সুবিধা হত। আর বয়স হয়ে গেছে তো আপনাদের
মত সবকিছু দ্রুত শিখে নিতে পারি না। আশা করি আমার দুর্বলতাকে আপনারা সহানুভূতির
সাথে দেখবেন।
ধন্যবাদ সকলকে
--
_______
Susanta Barman.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080430/b6b96797/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list