[ Ubuntu-BD ] xinit installation on Ubuntu Hardy Heron 8.04 Server Edition
9el
doctortomorrow at gmail.com
Sat Aug 2 06:26:58 BST 2008
বন্ধুরা,
আমি ক্যানোনিক্যাল থেকে ৮টি সিডি পেয়েছিলাম যেগুলো সবই ৩২বিট/৬৪বিট সার্ভার
সংস্করণ। তবে এগুলোতে xinit নেই তাই GUI mode এ কাজ করতে পারছিনা। কারো যদি
জানা থাকে কিভাবে GUI install করবো জানাবেন। আর সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার
দিয়ে install করা প্যাকেজগুলো আমি যদি অন্যান্য পিসিতে ব্যবহার করতে চাই তাহলে
কি করবো?
উত্তর দাতাকে আগাম ধন্যবাদ
বিনীত,
লেনিন
More information about the ubuntu-bd
mailing list