[ Ubuntu-BD ] ubuntu বিষয়ে সাহায্য চাই
9el
lenin at phpxperts.net
Sun Aug 31 06:39:04 BST 2008
সাইফুল ভাই,
অভিনন্দন আপনাকে যে উবুন্তু ইনস্টল করতে পেরেছেন।
আর আপনি কোনো ফোল্ডার ফাকা করেননি, করেছেন পার্টিশন। আর এটি লিনাক্স এর জেএফএস
যা উইন্ডোজ পড়তে পারেনা। আর তার দরকারও নেই। লিনাক্স উইন্ডোজ এর চেয়ে হাজার
গুণে ভালো এবং শক্তিশালী অপারেটিং সিস্টেম, উবুন্তু হচ্ছে লিনাক্স এর মধ্যে
সবচাইতে ভালো।
আপনি omi.net.bd তে গিয়ে দেখুন অনেক টিউটোরিয়াল আছে ভিডিও দেখার জন্য। আপনাকে
কোডেক ইনস্টল করে নিতে হবে। ইন্টারনেট দিয়ে উবুন্তু আপডেট এবং আপগ্রেড করে
নিতে হবে। আর Synaptic Package Manager ও terminal থেকে sudo apt-get install
এই কমান্ড শিখে নিতে হবে।
ubuntu-bd.org এবং http://hasin.wordpress.com ইত্যাদি web এ অনেক টিউটোরিয়াল
আছে সেগুলো পড়ুন।
ধীরে ধীরে দক্ষ হয়ে গেলে সবকিছু সহজ মনে হবে।
শুভেচ্ছা রইল
লেনিন
2008/8/31 saiful islam <jewelctg07 at gmail.com>
> লেলিন ভাই, কেমন আছেন? গতকাল আপনার হেলপ নিয়ে অবশেষে উবুন্টু ইন্সটল করতে
> পারলাম। কিন্তু প্রথমবার যখন ইন্সটল প্রায় শেষ তখন কারেন্ট চলে যায়। আবার
> রাত ১২ টার পরে যখন ট্রাই করছিলাম কিছুক্ষণ পর আবার কারেন্ট চলে যায়।
> আবার যখন ১২:৩০ টার দিকে কারেন্ট আসলো তখন আবার চেষ্টা করলাম এবং অবশেষে
> সম্ভব হল।
>
> আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।
>
> এখন যে সমস্যাটা হচ্ছে তা হল, windows এ যেসব ভিডিও এবং mp3 ছিল সেগুলো
> উবুন্টুতে চালাতে পারছি না। কিভাবে সেগুলো চালাবো? আর যে ফোল্ডারটা খালি
> করেছিলাম সেটা windows এ গেলে দেখা যাচ্ছে না। এরকম কি হওয়ার কথা?
>
> দয়া করে জানাবেন।
>
> শাহরিয়ার ভাই কি টিউটোরিয়ালটা লিখেছেন?
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list