[ Ubuntu-BD ] ubuntu বিষয়ে সাহায্য চাই
9el
lenin at phpxperts.net
Sun Aug 31 07:12:17 BST 2008
ডিভিডি টা রেখে প্লে করতে গেলে বিভিন্ন ফাইল তার রিলেটেড কোডেক ইনস্টল করতে
চাইবে তখন ডিভিডি থেকে যা যা পাবে নিয়ে নিবে।
তবে ইন্টারনেট লাগবে কেননা, উবুন্তু(লিনাক্স) অনেক কোডেক'কে ব্যাড/আপলি এরকম
মার্ক করে রেখেছে তাই সেগুলো নরম্যালি দেয়া থাকেনা।
আর অমি ভাই এর সাইট এ SCIM Install করার প্রক্রিয়া দেয়া আছে, ওটা দিয়ে বাংলা
লিখতে পারবেন। খুবই সোজা তবে ওখানে কোড কপি করে একটি ফাইলে সেভ করার কথা বলা
আছে ওটা করার সময় সাবধান। কোড না বুঝে রাখলে সমস্যায় পড়তে পারেন। পুরো
টিউটোরিয়ালটি ভালো করে পড়বেন অন্যদের কমেন্ট সহ। আশা করি সমস্যা হবেনা। আর
হ্যাঁ, অফিস থেকে ডাউনলোড করে কপি করেও নিতে পারেন।
2008/8/31 saiful islam <jewelctg07 at gmail.com>
> সবকিছুই সহজ মনে হবে, এটা ঠিকই বলেছেন। গতকাল উবুন্টু ইন্সটল করার পর মনে হল
> এটাতো খুবই সহজ কাজ।
>
> লেলিন ভাই, ভিডিও দেখার জন্য কি ইন্টারনেট দিয়ে আপডেট এবং আপগ্রেড করতেই হবে?
> বাসায় তো আমার ইন্টারনেট নেই। উবুন্টুর মধ্যে টোটেম প্লেয়ার দেয়া আছে কিন্তু
> তাতে ভিডিও চলছে না।
>
> আচ্ছা কোডেক কি ইনটারনেট থেকে ডাউনলোড করে পেন ড্রাইভে করে বাসায় নিয়ে ইন্সটল
> করতে পারব?
>
> আর একটা প্রশ্ন, উবুন্টুতে কি অভ্র দিয়ে বাংলা লেখা যাবে? নাকি প্রভাত ব্যবহার
> করতে হবে?
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list