[ Ubuntu-BD ] ubuntu বিষয়ে সাহায্য চাই
saiful islam
jewelctg07 at gmail.com
Sun Aug 31 10:35:34 BST 2008
লেলিন ভাই, আমি যে উবুন্টু আর উইন্ডোজ একসাথে ব্যবহার করতে পারব সেটা জানি।
গতকাল রাতে আর আজ সকালে করে দেখেছি। আমি জানি উবুন্টু ভাইরাস মু্ক্ত আর সব
সফটওয়্যার ফ্রি। কিন্তু যেহেতু বাসায় ইন্টারনেট নেই তাই মনে হয় গান এবং ভিডিও
দেখতে পারব না। সেজন্যই আনইন্সটল করতে চাচ্ছিলাম। তারচেয়ে বরং অফিসেই ইন্সটল
করে ফেলি কারণ অফিসে ইন্টারনেট আছে।
আচ্ছা উবুন্টুতে কি ইয়াহু মেসেঞ্জারে ভয়েস চ্যাট করা যায়?
More information about the ubuntu-bd
mailing list