Intrepid Ibex এ ভার্চুয়াল বক্সের পূর্ণ ভার্সনটা www.virtualbox.org থেকে ডাউনলোড করে ইন্সটল করলাম। কনফিগার করে তাতে Windows XP ইন্সটল করলাম। Windows XP দেখি আমার USB পেন ড্রাইভটা এক্সেস করে Read/Write করতে পারছে। আমার প্রশ্ন হলো Virtual Box OSE ভার্সনে (যা উবুন্টুর সাথে ডিফল্ট আসে) কি এরকম ভাবে USB এক্সেস করা সম্ভব? সাদী আমিন।