[Ubuntu-BD] [অাধা অফটপিক] প্রথম আলো ইউনিকোডে পড়ার ব্যবস্থা।

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Tue Dec 16 12:44:55 GMT 2008


লিখেছেন ‌- উন্মাতাল তারুণ্য
‌‌‌‌‌‌----------------------

জ্বী না, শিরোনাম দেখে অপ্রস্তুত হবার কোন কারণ নেই । প্রথম আলো কর্তৃপক্ষ
তাদের পত্রিকার ওয়েবসাইটটির কোন ইউনিকোড সংস্করণ এখনো প্রকাশ করতে পারেন নি।

তবে কি ভোজবাজি? তা কিছুটা বলতে পারেন বৈকি! এখন থেকে আপনি ইচ্ছা করলেই প্রথম
আলোর ওয়েবসাইটটি মজিলা ফায়ারফক্সে ইউনিকোডে পড়তে পারবেন। এ জন্য আপনাকে
ইন্সটল করতে হবে একটি অ্যাড অন। এই অ্যাড অনটির নাম "পরশমনি", যা কিনা
পরশপাথরের মতই ফায়ারফক্সে দেখানে প্রথম আলোর হিজিবিজি লেখাগুলোকে ইউনিকোডে
রূপান্তর করে দেখাবে।


কিভাবে কি করব?
- আর পাঁচটা সাধারণ অ্যাডঅন যেভাবে ইন্সটল করতে হয় ঠিক তেমনটাই সোজা এই
অ্যাডঅনটি ইন্সটল করা। প্রথমে
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975 -এই ঠিকানায় গিয়ে আপনার
মজিলা অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাড করে নিতে পারবেন আপনার ফায়ারফক্সে। যদি
মজিলার (ফ্রি) অ্যাকাউন্ট না থেকে থাকে তবে বিকল্প উপায়ে
http://www.vistaarc.com/downloads/poroshmoni/এখান থেকেও কোন রকম
রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই অ্যাড করে নিতে পারবেন।


ভার্শন ও বাগ টেস্ট:
- এই মূহুর্তে "পরশমনি" -র বেটা ৩ ভার্সন চলছে। তাই বাগ থাকা মোটেই অস্বাভাবিক
কিছু নয়। আপনি নতুন কোন বাগ খুঁজে পেলে সেটা রিপোর্ট করতে বা নতুন কোন পরামর্শ
জানাতে পারেন to.rifat+poroshmoni at gmail.com কিংবা আমাদের প্রযুক্তি ফোরামের এই
টপিকে।


ডেভেলপার:
- এই অ্যাডঅনটি তৈরি করেছেন http://vistaarc.com/ - এর এম এম রিফাত-উন-নবী।


সাধারণ কিছু প্রশ্নের উত্তর:

# আমি অ্যাডঅন ইন্সটল করেছি। কিন্তু কোথাও কোন আইকন বা ওই জাতীয় কিছু দেখতে
পাচ্ছি নাতো।
=> এই ভার্সনে কোন আইকন যোগ করা হয় নি, তাই বাইরে থেকে কিছুই দেখা যাবে না।


# এই অ্যাডঅন কি লিনাক্সে কাজ করবে?
=> জ্বী করবে। ফায়ারফক্স


# এইটা ইন্সটল করার পর দেখি যুক্তাক্ষরগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখাচ্ছে, এখন কি
করব?
=> খুব সম্ভবত আপনার মেশিনে "বংশী আলপনা" ফন্টটি ইন্সটল করা রয়েছে। ওটা
আনইন্সটল করে নিলেই আর এই সমস্যা হবে না।


# ফন্ট তো খুব ছোট দেখাচ্ছে, এটা বড় করার উপায় কি?
=> Ctrl + "+" চেপে আপনার ফন্ট সাইজ বড় করে নিতে পারবেন।


# নতুন যে ফন্টটা আসছে সেটা তো দেখি খুবই বাজে, এইটা পরিবর্তন করা যায় না?
=> জ্বী, অবশ্যই যাবে। আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তবে "Tool >
Options > Contents" , আর লিনাক্স হলে "Edit > Preference > Content" ট্যাবে
Fonts & Colors অপশনের ডানপাশে Advanced বাটনটা চেপে "Bengali" ভাষার জন্য
আপনার পছন্দের ফন্ট নির্বাচন করে দিন। কিংবা উইন্ডোজ ব্যবহারীগন বিকল্প উপায়
হিসেবে "Font Fixer" ব্যবহার করে ডিফল্ট ফন্ট পরিবর্তন করে নিয়েও এই সমস্যার
সাথে সাথে পুরো সিস্টেমের বাংলা লেখার ক্ষুদ্রাকৃতি সমস্যার সমাধান করে নিতে
পারেন। ( Font Fixer সম্পর্কে একটি ছোট টিউটোরিয়াল আছে
এইখানে<http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=12&t=2501#p21105>
।)

===========
এই লেখাটি ক্রিয়েটিভ কমনস (CC-BY-NC-ND) লাইসেন্সের অধীনে প্রকাশিত। আপনি
লেখকের পূর্বানুমতি ছাড়াই শুধুমাত্র লেখকের নাম উল্লেখ করে অবাণিজ্যিক কাজে
সম্পাদনা/পরিমার্জনা ব্যতীত হবহু কপি ব্যক্তিগত ব্লগ, ফোরাম বা ওয়েবসাইটে
প্রকাশ করতে পারবেন।


More information about the ubuntu-bd mailing list