ঈদ মোবারক ঈদ হোক আনন্দের... ঈদ হোক খুশি মাখা ঈদ হোক ঊচ্ছ্বাসের.. মেহেদীর রঙে আঁকা রাগ, ক্রোধ, অভিমান করে দাও সব ম্লান যতটুকু আনন্দ পাও সব ভাগ করে নাও জ্ঞান আর আনন্দ দিলে বাড়ে রাখলে কমে এতে কোন নেই ধন্দ রেখো নিজ মরমে। একটু লেখার চেষ্টা করলাম... :)