[Ubuntu-BD] অফটপিক: গুগল গিয়ার ব্যবহার করেছেন কি?
9el
lenin at phpxperts.net
Tue Oct 7 06:26:05 BST 2008
অনেক সময়ই আমরা অনলাইনে, বিভিন্ন সাইটে অনেক প্রয়োজনীয় আর্টিকেল, লেখা,
টিউটোরিয়াল, টিপস/ট্রিক্স, প্রবন্ধ পড়ে থাকি যা ঠিকমতো সেভ করে রাখার ঝামেলাতে
পড়া হয়না ভালো করে। যাদের সীমিত অনলাইন সুবিধা আছে তারা তো আরো ব্যস্ত থাকেন কি
করে সময়টুকু কাজে লাগানো যায়।
বেশিরভাগ সাইটেরই এটম বা আরএসএস সাবস্ক্রাইব করার সুবিধা থাকে বা থাকে
বুকমার্কিং। যদি ব্রাউজারে বা পিসিতে ম্যানুয়ালি বুকমার্ক করেন বা সেভ করেন তা
অনেক সময় ঠিকমতো সাজিয়ে না রাখার কারণে পড়া হয় না।
গুগল রিডার দিয়ে এটি করতে পারেন সহজেই google.com/reader এ যান। লগ-ইন করুন।
এবার দেখুন offline একটি লিঙ্ক আছে উপরে। এটিতে ক্লিক করলে গুগল পিয়ার ইনস্টল
হবে আপনার পিসিতে। আপনি অফলাইনে থেকেও পড়তে পারবেন ঐ লেখাগুলো।
More information about the ubuntu-bd
mailing list