[Ubuntu-BD] FW: Microsoft Paying you - Not Fake

Shahriar Tariq shahriar at linux.org.bd
Wed Oct 15 18:23:21 BST 2008


On Wed, Oct 15, 2008 at 10:57 PM, Susanta Barman <isusanta at gmail.com> wrote:

> এ ধরণের স্প্যামিং বন্ধ করার জন্য কোন ফিল্টারিং এর ব্যবস্থা করা যায় নাকি?
> _______
>  Susanta Barman.
> http://kalsrot.blogspot.com
>
>
সুশান্ত ভাই আপনি কি মেইলিং লিস্টের কথা বলছেন? তাহলে ব্যবস্থা আছে। স্প্যাম
ফিল্টারিং আছে আমাদের। তবে যেহেতু রোবট এবং কিছু কীওয়ার্ডের উপর ফিল্টারিং করে
তাই মাঝে মধ্যে বাদ পরতেই পারে। মনে হয় মাইক্রোসফটের কথা থাকায় এভাবে চলে
এসেছে। এব্যাপারে নিশ্চিত নই।

আর যদি ব্যক্তিগত ইমেইলের কথা বলেন তাহলে আমার জবাব জানা নেই। সাধারণত চেইন
ইমেইল পরিচিত ব্যক্তি ও বন্ধুরাই পাঠিয়ে থাকেন না বুঝে। আপনি নিশ্চয় আপনার
বন্ধুদের ব্লক করতে চান না :)

-- 
শাহরিয়ার


More information about the ubuntu-bd mailing list