[Ubuntu-BD] UPGRADE from cd
Nasimul Haque
nasim.haque at gmail.com
Tue Apr 21 11:52:39 BST 2009
2009/4/21 dark lord <darklord2007 at gmail.com>:
> উবুন্টু কি চাইলে সিডি ডিভিডি থেকে আপগ্রেড অপশন দিতে পারেনা? মানে
> টেকনিক্যালি এই ফিচারের ইমপ্লিমেন্ট সম্ভব কিনা।
অল্টারনেট সিডি থেকে আপগ্রেড করা যায়। এটা বহু আগে থেকেই সম্ভব।
> আর আমার নতুন উবুন্টু
> ভার্সন সম্পর্কে কথা হল আপনি এমন কিছু ফিচার দেবেন বা এমন নতুনত্ব উপহার
> দেবেন যাতে ইউজার পুরোনোটা থেকে নতুন টা ব্যাবহারে আরো আগ্রহী হবে।মানে
> Groundbreaking কিছু ফিচার । একবার শুনেছিলাম ক্লাউড কম্পিউটিং এর কথা
> মাথায় রেখে নতুন উবুন্টুতে কি একটা সাপোর্ট দেয়া হবে।
ক্লাউড কম্পিউটিং বলতে কী বোঝেন? উবুন্তুর ক্লাউড কম্পিউটিং সাপোর্ট
দেয়া হয়েছে। এটা সাধারণ ব্যবহারকারীদের জন্য না। এটা ওয়েব ডেভেলপারদের
জন্য। যারা ভিপিএস-এর মত ওয়েব সার্ভিস চায়, তারা ক্লাউড ব্যবহার করতে
পারবে। আমাজনের সার্ভারে একটা উবুন্তু ইনস্টল করাটাই ক্লাউড কম্পিউটিং
আপাতত।
> আচ্ছা উবুন্টু তে
> বাইডিফল্ট ওআইন কেন দেয়া হয়না লিগেল সমস্যা আছে নাকি?
লিগ্যাল সমস্যা আছে কিনা জানি না। তবে এটা দেয়ার কোন যৌক্তিকতা নাই।
উইন্ডোজ সফটওয়্যার চালানো যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে আর উবুন্তুর
দরকার কী?
--
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK
More information about the ubuntu-bd
mailing list