[Ubuntu-BD] Mobidata Modem on Ubuntu
Muktar
celladda at gmail.com
Tue Apr 28 18:31:08 BST 2009
thankyou lenin bhai ...:)
2009/4/28 9el <lenin at phpxperts.net>
> বন্ধুরা,
> ফোরামে মবিডাটা মোবাইল উবুন্তুতে কনফিগার করেছি বলে সবাই প্রবল অবিশ্বাস এবং
> প্রতিবাদও করেছেন।
> ব্যক্তিগতভাবে আমি অনেককে ব্লগ, ইমেইল এবং ফোনের মাধ্যমে। আমার এক বন্ধু
> খুলনা/মাগুরা ক্যান্টনমেন্টে এয়ার বেজে আছেন। তাকেও তার মবিডাটা মোডেম কনফিগার
> করে দিয়েছি। MobiData সম্পর্কে অনেককে বলতেও শুনেছি লিনাক্সে হয়না। কিন্তু
> আমার
> বন্ধুকে সম্পূর্ণ বেসিক টিউটোরিয়াল অনুসরণ করিয়ে তাকে কনফিগার করতে সাহায্য
> করেছি এবং সে এখনো ইন্ট্রেপিড আইবেক্সে ব্যবহার করে সেটি।
> তবে, মোডেমটি সরাসরি আমার ব্যবহার করা হয়নি। আরেকটি ব্যাপার সবাইকে বলতে
> শুনেছি
> ব্লুটুথ উবুন্তুতে হবেই না... ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে সবই কিন্তু
> মোটামুটি ব্যবহার করা যাচ্ছে।
> মবিডাটা ব্যবহারের টেকনিকটি একেবারেই বেসিক wvdial কনফিগার করার পদ্ধতি। যেটির
> কনফিগারেশন GnomePPP তেও ব্যবহার করা যায় ইউজার হোম অর্থাৎ ~ ফোল্ডারে।
> .wvdial.conf নামের ফাইলটি ব্যবহার হয়।
> অনেকের কাজে লাগতে পারে তাই লিস্টে দিলাম।
>
> ধন্যবাদ সবাইকে
>
> লেনিন
>
> [ www.twiter.com/nine_L | www.lenin9l.wordpress.com ]
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Md.Muktar Hossain
http://2hostbd.com
More information about the ubuntu-bd
mailing list