[Ubuntu-BD] Hello this is Jui
maSnun
masnun at gmail.com
Mon Aug 3 16:19:28 BST 2009
@ Shahriar Tariq Bro:
Most probably I am junior to you. Call me Masnun.
--
Abu Ashraf Masnun
Grad Student, BBA,
Khulna University.
http://masnun.com
2009/8/3 Shahriar Tariq <shahriar at linux.org.bd>
> মাসনুন ভাইয়ের সাথে ১০০ভাগ একমত। বেশ আগে উবুন্টু উইমেন্স নামে একটি মুভমেন্ট
> দেখেছিলাম http://www.ubuntu-women.org/ তখন ভালো লেগেছিলো।
> আরও অনেক ক্ষেত্রের মতো এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও এমন একটি ধারণা রয়ে গেছে
> যে মেয়েরা টেকনিক্যাল বিষয় বুঝে না কম্পিউটার বিষয়ক বিষয় তো আরও না। এই ধারণা
> ভুল প্রমাণ করেই কম্পিউটার বিজ্ঞান বিষয়ে অনেক মেধাবী মেয়েরাই (পড়ুন মহিলারা)
> কাজ করে যাচ্ছেন আশা করি সময় হলে শারমিনও যোগ দিবেন তাদের সারিতে )
>
> আর একটা কথা হলো ইংরেজী নিয়ে মাথা না ঘামিয়ে লিখে যেতে থাকেন ভুল হলেই বা কি,
> ভাব প্রকাশই মূল বিষয় (তবে অনুগ্রহ করে বাংরেজী নয় পড়তে কষ্ট হয় :P)
>
> (একটা কথা বলি, আমার ইংরেজীও খুবই খারাপ ছিলো একসময়, এই সমস্যা কাঁটানোর জন্য
> আমার বাবা আমার সাথে বাংলায় কথা বলে ছেড়ে দেন, বাংলায় কিছু বললে জবাব দিতেন না
> ইংরেজীতে বলতে হতো। তখন যন্ত্রণা মনে হলেও এখন এটা কিছুটা হলেও কাজে দিচ্ছে
> অন্তত অন্যদের মতো বাংলা মাধ্যম থেকে ইংরেজী মাধ্যমে পড়তে এসে কষ্ট হচ্ছে না।)
>
> --
> Thanking you
> Shahriar
>
> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
> http://forum.linux.org.bd
>
> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
> http://www.ubuntu.linux.org.bd
>
> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> মুক্ত.অর্গ http://mukto.org
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list