[Ubuntu-BD] ডিপেন্ডেনসিসহ VLC player ডাউনলোড করতে গিয়ে সমস্যা
Aero River
aero4k at gmail.com
Wed Aug 5 14:21:25 BST 2009
বন্ধুর কম্পিউটারে উবুন্টু গতকাল ইনস্টল করে দিয়েছি। এবার তাকে গান
শোনাতে হবে। তাই নিচের লিংক থেকে vlc ডাউনলোড করতে গেলাম। আজ সারাদিনে ৩
বার ডাউনলোড করলাম। কিন্তু তিনবারই করাপ্টেড ফাইল পেলাম। প্রথমবার জিপ
ফাইলটিই ওপেন হল না। পরের দুইবার tar.gz ফাইলটি জিপের ভিতর থেকে বের করতে
পারলাম না।
এটা কি আমার সমস্যা নাকি..........?
(প্রশ্নটি অফটপিক হয়ে যায়নিতো?)
http://uec-pack.googlecode.com///files/VLC-Player-0.9.9a_%28with_all_%20dependencies%29.tar.gz
ধন্যবাদ
--
Aero
http://banglahacks.blogspot.com
More information about the ubuntu-bd
mailing list