[Ubuntu-BD] connect via bluetooth
Lenin
lenin at phpxperts.net
Thu Aug 13 13:48:11 BST 2009
2009/8/13 saeed ahmed <saeed.sas at gmail.com>
> আমি ubuntu তে internet সংযোগ করেছি bluetooth এর সাহাজ্যে। কিন্তু সমস্যা
> হচ্ছে আমাকে আগে windows এ mobile এর modem টাকে detect করাতে হচ্ছে। pc suite
> দিয়ে আগে detect না করালে ubuntu তে modem টা পাচ্ছে না। যদি আমি প্রথমে pc
> suite দিয়ে detect না করি, তাহলে ubuntu তে এই ধরনের error দেখাচ্ছে
দেখুন wvdial নিয়ে বেশকিছু টিউটোরিয়াল আছে আপনি সেগুলো ঠিকভাবে ফলো করেননি।
যদি মোডেম ডিটেক্ট না করে তবে sudo wvdialconf চালাতে পারেন। আরো সহজ হচ্ছে
gnome-ppp প্যাকেজটা ইনস্টল করে নেয়া। ওটা দিয়ে গ্রাফিক্যালি কানেক্ট করা যায়।
ব্যাকএন্ডে এই ডব্লিউভিডায়ালই থাকে।
>
>
> > sudo wvdial
> > –> WvDial: Internet dialer version 1.60
> > –> Cannot open /dev/rfcomm0: Connection refused
> > –> Cannot open /dev/rfcomm0: Connection refused
> > –> Cannot open /dev/rfcomm0: Connection refused
> >
>
> কিন্তু যদি আগে থেকেই modem টা detect করা থাকে pc suite এর মাধ্যমে তা হলে
> sudo wvdial command দিলে connect হয়ে যাচ্ছে। আমাকে প্রতিবার detect করাতে
> হছে
> না। একবার machine modem টা detect করলেই আর বাব্রবার করতে হচ্ছে না।
আপনি বারবার ইংরেজিতে একথাটা বোঝাতে ব্যর্থ হয়েছেন তবে আমি আন্দাজ করেছিলাম এমন
কিছুই বলতে চাচ্ছেন। কাচা ইংরেজির দোহাই না দিয়ে দয়া করে গুরুত্ব সহকারে ইংরেজি
শিখবেন। মনে করুন এক ভাইয়ের উপদেশ। :)
>
>
> আমি চাচ্ছি pc suite এর সাহাজ্যে ছাড়াই modem টাকে detect করাতে। যেমন যদি
> কোনো
> machine এ windows না থাকে শুধু ubuntu আছে। সেক্ষেত্রে তো pc suite পাওয়া
> যাচ্ছে না। তখন কিভাবে mobile এর bluetooth modem detect করাবো।
>
> আমি nokia 3110c use করছি। pc suite নকিয়ার একটা software. যার শুধু windows
> ভার্সন আছে।
উবুন্তুর সাথে উইন্ডোজের কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বয়ংস্বম্পূর্ণ অপারেটিং
সিস্টেম এমনকি উইন্ডোজের চেয়েও অনেক শক্তিশালি।
আপনি এই থ্রেডে দেয়া ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করলেই ব্লুটুথ এ কানেক্ট করতে
পারতেন। আপনি প্রোগ্রামিং করেন সুতরাং আপনি যদি কোনো একটি ধাপে ভুল করেন বা
এড়িয়ে যান তা কতোটা সমস্যা করতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন?
আশাকরি এবার সমস্যা আরো সমাধানের কাছাকাছি আসবে। শুভেচ্ছা রইলো।
More information about the ubuntu-bd
mailing list