[Ubuntu-BD] connect via bluetooth
Miah M. Hussainuzzaman
mmhzaman at gmail.com
Sat Aug 15 05:32:56 BST 2009
আমি কখনো ব্লু-টুথ দিয়ে ইন্টারনেট ব্যবহার করিনি (তার আগেই ফোনটি ছিনতাই হয়ে
গেছে)। তবে, সমস্যার বর্ণনা শুনে মনে হচ্ছে পিসিস্যুট চালানোর ফলে মোবাইল ফোনের
মেমরিতে কোন প্রোপার্টি পরিবর্তন করে দিচ্ছে (ব্লু-টুথ অন হয়ে থাকছে হয়তো) ফলে
পরবর্তীতে উবুন্টু একে সহজে ডিটেক্ট করতে পারছে। শুধু উবুন্টুতে কানেক্ট করলে
হয়তো সেই প্রোপার্টি ডিজেবলড অবস্থায় থাকে।
- শামীম।
More information about the ubuntu-bd
mailing list