[Ubuntu-BD] কোনো সমস্যা নিয়ে কিভাবে প্রশ্ন করবেন?

Lenin lenin at phpxperts.net
Fri Aug 28 19:21:10 BST 2009


2009/8/29 dark lord <darklord2007 at gmail.com>

> গুগলের কথা বললে আমি বলব প্রায় অনেক সমাধান ই গুগলে খুজে পাওয়া যায়, তবে
> একটা টপিক ডিসকাশনের মাধ্যমে নানা জনের নানা মত উঠে আসে। আর আলোচনা এমন
> একটা জিনিষ যেটার মাধ্যমে লিস্টের নতুন রা আমাদের সাথে পরিচিত হতে পারে
> এবং বন্ধুত্ব পূর্ন সম্পর্ক সৃষ্টি হয়।
>
> "আর লেট মি গুগল ফর ইউ" জাতীয় লিন্ক দেয়া হতে বিরত থাকার চেষ্টা করুন

 কেনো ভাই লেট মি গুগল দ্যট ফর ইউ হলো মজার খোরাক :)

বিশেষত কোন সার্চ ফ্রেজটি ব্যবহার করলেই সম্ভাব্য সমাধান পাওয়া যেতো তা বলতে
এমনটা ব্যবহা করা হয়। তানজীরের এই গাইডটিতে RTFM মানে কি জানেন তো?

একটু মজাই যদি না হলো তাহলে তো আলোচনা সব পানসে হয়ে যায় তাই না?


More information about the ubuntu-bd mailing list