[Ubuntu-BD] Cuba adopts Linux
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Thu Feb 12 17:26:40 GMT 2009
আরে ভাই আপনারা এসব কি বলছেন????!!!!!!!!!!!
লিনাক্সে গেলে সরকারের (মানে নেতাদের) সবচেয়ে বেশি লাভ।
১) নতুন করে টেন্ডার হবে কম্পিউটারগুলোতে লিনাক্স সেটআপ দেয়ার জন্য।
(টেন্ডার কারচুপি, বেশি মূল্য দেখানো, টেন্ডার নিয়ে দীর্ঘসূত্রতা ইত্যাদি
ইত্যাদি)
২) কর্মচারী কর্মকর্তাদের লিনাক্সে ট্রেনিং দেয়ার জন্য নতুন কর্মশালা চালু হবে
(এখানেও অতিরিক্ত টাকা নেয়া, কর্মকর্তাদের বিশেষ শিক্ষা ভাতা, টিএডিএ, লাঞ্চ
ইত্যাদি ইত্যাদি)
৩) লিনাক্সের উপর প্রতি দুমাস অন্তর অন্তর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ডেভেলপার
কনফারেন্স, এক্সপো, মিট, ফাংশন হচ্ছে, সেগুলোতে আমাদের কর্মকর্তারা যাবেন
অভিজ্ঞতা অর্জনের জন্য।
(বউ পরিবারসহ বিদেশ ভ্রমণ, স্পেশাল বোনাস, সরকারী খরচে বাইরে থাকা খাওয়া আবার
স্পন্সরের কাছ থেকে টাকা নেওয়া।)
৪) বিনামূল্যে ডাউনলোডকৃত বা শিপকৃত লিনাক্স ও ওপেনসোর্সের সিডিগুলো উচ্চমূল্যে
বিক্রয়ের ব্যবসা
৫) কয়েকজন প্রযুক্তিবীদের নতুন করে চাকরী/বাজার পাওয়া। সরকারীভাবে বিভিন্ন
ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ হবে। আর নেতাদের নিজেদের ট্রেনিং সেন্টার তো
থাকবেই।
এতো লাভ আছে কেউ ভাই তাড়াতাড়ি নেতা/নেতৃদের কানে এই লাভগুলোর খবর তুলে দেন।
আসুন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি :P
--
Thanking you
Shahriar
More information about the ubuntu-bd
mailing list