[Ubuntu-BD] Ubuntu T-Shirt
dark lord
darklord2007 at gmail.com
Mon Feb 23 18:38:17 GMT 2009
আমরা টাকস তো দিচ্ছিনা উবুন্টু লোগো দিচ্ছি সেজন্য বললাম
On 2/24/09, Shahriar Tariq <shahriar at linux.org.bd> wrote:
> 2009/2/23 dark lord <darklord2007 at gmail.com>
>
>> খেয়াল করে দেখুন আমি স্লোগান যে ডিজুস টাইপ হতে হবে সেটা বলিনি বলেছি লোগোটা
>> যাতে সাদামাটা না হয় মানে খালি উবুন্টু লোগো ছাপায়া দিয়াই টিশার্ট। মানে
>> দৃষ্টি
>> আকর্ষক কিছু কারন যারা দেখবে তারা উবুন্টু চিনেনা বা লোগো দেখে কিছু বুঝবেনা।
>>
>
> একমত, তবে Tux logo ইতিমধ্যেই অনেকে চিনতে পারেন। আর ডিটেইলস তো লেখা থাকবেই।
> সামনে থাকবে ডিস্ট্রো লোগো পিছনে থাকবে নতুন বিএলইউএ লোগো, এটাই ভালো লাগবে।
>
> তবে একটা আইডিয়া দিতে পারি কিন্তু সেজন্য একটা মডেল ধরতে হবে মডেলটি দাড়িয়ে আছে
>> এবং সেউবুন্টু সিডিটি সামনে ধরে আছে মডেলের ছবিটা হবে মনক্রোম মানে সাদাকালো
>> এবং হাতের উবুন্টু সিডিটা হবে রঙিন। আর স্লোগান লেখা থাকবে পিছনে।
>>
>
> এই আইডিয়া পোস্টার/লিফলেট/এ্যাডভার্টাইজমেন্টের জন্য ভালো তবে টি-শার্টে
> বিভিন্ন কারণে এমন আইডিয়া ভালো না।
>
>
> --
> Thanking you
> Shahriar
> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> মুক্ত.অর্গ http://mukto.org
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Sent from my mobile device
DARKLORD (:=
More information about the ubuntu-bd
mailing list