[Ubuntu-BD] Meeting Agenda wanted
9el
lenin at phpxperts.net
Tue Jan 6 08:26:33 GMT 2009
বাংলার পয়েন্টটা যোগ করাই আছে। ফাইনাল দেখে সবাই মতামত দিন।
আর উবুন্তু+ফেডোরা পার্টির তারিখ পছন্দ করুন সবাই ১২ই জানুয়ারী(সোমবার) নাকি
১৫ই জানুয়ারী(বৃহষ্পতিবার)
On 1/6/09, DarkLord (:= <darklord2007 at gmail.com> wrote:
>
> স্থান যদি সমস্যা হয়ে থাকে তবে প্রচ্ছদ পেজে ছোট করে দিতে পারেন তবে যা করেন
> তাড়াতাড়ি করেন 9 তারিখ তো প্রায় হয়েই এসেছে।
>
>
> আর সাজেশন গুলো বিবেচনায় রাইখেন
>
> লিফলেটের ওপেনসোর্স লোগোটির বদলে ভেক্টর লোগো ব্যাবহার করুন লোগো এবং
> সাথের টেক্সট ব্লারি দেখাচ্ছে ।
>
> প্রস্তুতকারকের লাভ পয়েন্টের উপরের লাইনে তৈরীকারকের দেয়া আছে ওটা
> প্রস্তুতকারকের করে দিন।
>
> 10. নয়টা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট দিতে পারেন বাংলা লিখার সুব্যবস্থা
> ফোনেটিক এবং বিজয় লেআউটের এর অনুরূপ ইউনিজয় রয়েছে।
>
> সাদা কাগজে প্রিন্ট করবেন নাকি রঙিন কাগজে? রঙিন কাগজে করলে আকর্ষনীয় হবে
> হালকা সবুজ বা হলুদ হলে ভাল হয়।
>
> লিফলেট ফোল্ডিং হবেতো প্রতি পাতার লেখার চারপাশে একটু জায়গা রেখে বর্ডার
> দিলে সুন্দর হয়। প্রচ্ছদ পাতার নীচে স্লোগান থাকলে ভালো হয়।নিরাপদ থাকুন
> স্লোগান টি আর লিফলেটের শেষ পেজের একদম শেষে পাইরেসীকে না বলুন স্লোগান
> টি দিতে পারেন। এই.....
>
>
>
> 9el wrote:
> > এইটা কী বললেন? আমি তো উধাও ছিলাম না!
> > আমি হালকা অবজেকশন দিয়ে রাখছিলাম যে ৯টা পয়েন্ট যোগ করে দেয়া হয় নাই।
> >
> >
>
>
>
> --
>
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
-----------------------------------------------------------------------
Use FreeOpenSourceSoftwares, Stop piracy, Let the developers live. Get
a Free CD of Ubuntu mailed to your door without any cost. Visit :
www.ubuntu.com
----------------------------------------------------------------------
More information about the ubuntu-bd
mailing list