[Ubuntu-BD] Ubuntu-bd site update

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sat Jan 24 17:32:44 GMT 2009


Site Notification:

গত এক সপ্তাহের মধ্যে কেউ যদি উবুন্টু বাংলাদেশ ওয়েবসাইটে (
http://www.ubuntu-bd.org/) ভিসিট করেছেন তারা হয়তো অনেকেই দেখেছেন cPanel এর
ম্যাসেজটি। এই সমস্যাটি হয়েছে আমাদের মূল সাইটের সার্ভারের পরিবর্তে ভুলবশত
অন্য একটি সাইটের সার্ভার শো করছে। এই সমস্যাটি আমাদের হাতের বাইরে, সমাধানের
জন্য এর দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে
সাময়িকভাবে উবুন্টু বাংলাদেশ সাইট এক্সেস-এর প্রয়োজন পড়লে
http://ubuntu.linux.org.bd লিঙ্কে যেতে পারেন।

এই সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। আশা করছি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।
ততদিনের জন্য অনুগ্রহপূর্বক সাময়িক ওয়েবসাইটটি ব্যবহার করুন।

ধন্যবাদ,
মার্কেটিং ও কন্টেন্টস অফিসার
উবুন্টু বাংলাদেশ


More information about the ubuntu-bd mailing list