[Ubuntu-BD] Linus Torvalds Switched Back To Gnome
Omi Azad
me at omiazad.net
Mon Jan 26 17:16:43 GMT 2009
Hmm
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় ;)
--
Omi Azad <http://omi.net.bd> *|* +8803894550305 *|* Contributor of
Ekushey <http://ekushey.org>
On 26-Jan-09 10:58 PM, Shahriar Tariq wrote:
>
> গোনোম আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি।
>
> গুনুহ/গোনুহ গনুহ এসব অবশ্য শুনেছি।
>
> সঠিক উচ্চারণ কি আসলেই এতোটা জরুরী???
> তাইলে তো উবুন্টু ও আমরা ভুল বলি। সঠিক জুলু উচ্চারণ oo-boontooou (ওবোউনটোউ)?
>
> আবার জিম্প না সঠিক গিম্প। গিম্পশপ (জিম্পশপ নয়)।
>
> উচ্চারণ বড় কথা না, এরচেয়ে বড় বিষয় আমরা একই জিনিস বুঝাচ্ছি নাকি।
>
> শাহরিয়ার, শারিয়ার, সারিয়ার, শারু, সারু, সারি, শারি, ইত্যাদি নামে আমাকে
> অনেকেই ডাকে/ডাকেন। এখন প্রতিটা ক্ষেত্রেই আমাকে বুঝানো হচ্ছে সুতরাং অযথা
> তাদের সঠিক উচ্চারণ দেখাবার কোন মানে নেই।
>
>
--
--
Omi Azad <http://omi.net.bd> *|* +8803894550305 *|* Contributor of
Ekushey <http://ekushey.org>
More information about the ubuntu-bd
mailing list