[Ubuntu-BD] Linus Torvalds Switched Back To Gnome
9el
lenin at phpxperts.net
Tue Jan 27 07:22:00 GMT 2009
আমার মনে হয় কেডিই/নোম(জিনোম আমি বেশিরভাগ সময় বলি :D) এর জন্যও লড়াই করার কোনো
দরকার নেই। এগুলো ব্যবহার করি আমাদের কাজের একটা মাধ্যম হিসেবে। আর কিছু তো না।
যারা যেটিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মুক্ত আন্দোলনে মানসিকতাও হবে উন্মুক্ত
সবকিছু গ্রহণের মানসিকতা। আজ নোম/জিনোম ব্যবহার করি কাল কেডিই করতে পারি।
একটিতে অভ্যস্ত হয়ে গেলে সেটি দিয়ে কাজ করাই স্বাভাবিক। কম্পিউটিং এর সাথে
অভ্যস্তটা একটি বড় ব্যাপার। :)
2009/1/27 Shahriar Tariq <shahriar at linux.org.bd>
> আরে ভাইয়েরা উচ্চারণের কথা বাদ দেন তো।
> যে যা খুশি মনে করে বলুক গা।।
>
> আমি নোম জিনোম দুটাই বলি, লেখার সময় অধিকাংশ ক্ষেত্রে নোম ব্যবহার করি, তবে
> কখনও কখনও জিনোম ব্যবহার করি।
>
> বলার সময় জিএনইউ, লেখার সময় জিএনইউ/গুনুহ/গনুহ সবই লেখা হয়।
>
> যারা উচ্চারণ নিয়ে এতো মাথা ঘামাচ্ছেন তাদের উদ্দেশ্যে উবুন্টু উচ্চারণ
> সম্পর্কে কিছু না বলে এড়িয়ে গেলেন কেনো?? রেফারেন্সসহই তো দিলাম।
>
> আপনারা উবুন্টু বলা/লেখা বাদ দিয়ে "ওউবোন্টুউ" বলা/লেখা শুরু করে দিয়েন
>
> উচ্চারণের লড়াই ভিত্তিহীন
>
>
>
> শুধু শুধু টপিকটারে এতো দূর নিয়ে আসেন সবাই।
> নোম (জিনোম)/কেডিই এর লড়াই-ই বেশি যুক্তি সম্মত সেটাই করেন বরং
>
> --
> Thanking you
> Shahriar
>
> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
> http://forum.linux.org.bd
>
> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
>
> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> মুক্ত.অর্গ http://mukto.org
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list