[Ubuntu-BD] [ot] digg like
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Thu Jan 29 18:29:16 GMT 2009
2009/1/30 DarkLord (:= <darklord2007 at gmail.com>
> বাঙলাব্লগার বা বাংলাদেশি ব্লগারদের সুবিধার্থে কেউ যদি digg জাতীয় বাংলাদেশি
> সাইট তৈরী করতো তাহলে লেখক রা তাদের নিজের লেখাসমূহ ভালোভাবে প্রোমোট করতে
> পারতো কারন মূল ডিগ সাইটের অডিয়েন্স বেশীরভাগ বিদেশি বা ভিন্নভাষার
>
ভাই digg এর বাংলা সাইটের নাম কিন্তু ডিগবাজি রাইখেন। আমাদের কিছু (অ)সাধারণ
বাঙ্গালী লেখকদের হাতে আসলেই ডিগবাজি খাবে সবাই। নিজের লেখার হিট বাড়ানোর জন্য
কুকর্ম করে অথবা আজে বাজে পোস্ট দিয়ে সবাইরে ডিগবাজি দেওয়াবে।
আমি বাংলা ব্লগের পরিবেশ দেখে খুবই হতাশ, এরপর সাইট/ফোরামের পোস্টের ক্ষেত্রেও
ভিন্নতা খুবই কম। রাজনৈতিক লেখা, একে-অন্যের বিরুদ্ধে আজে বাজে কথা
বলা/গালাগালি করা, অন্যদের রাজাকার/বেধার্মিক বলে গালাগাল দেয়া নাইলে ছাগু বলে
অভিহিত করা ইত্যাদি ইত্যাদি পোস্ট প্রথম ১০০ এর মধ্যে থাকবে।
টেকনোলজি পোস্টের মধ্যে অধিকাংশই অনলাইনে সহজলভ্য ইংরেজী আর্টিকেল বাংলা করে
পোস্ট করা, পাইরেটেড কন্টেন্টসের লিঙ্ক দেয়া, ক্র্যাক/হ্যাক করা সফটওয়্যার
কোথায় পাওয়া যাবে সেগুলোর বিবরণ, অনলাইনে অর্থ উপার্জনের পন্থা,
ব্লগার/ওয়ার্ডপ্রেসে কিভাবে ব্লগ খুলবেন তার টিউটোরিয়াল ইত্যাদি ইত্যাদি প্রথম
৫০-এর মধ্যে থাকবে সবসময়।
আমি ভাই খুবই হতাশ, ক্রিয়েটিভ কিছুই নাই।
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
More information about the ubuntu-bd
mailing list