[Ubuntu-BD] উবুন্টুর ফায়ারফক্সে বুকমাকর্ হয়না

Shahriar Tariq shahriar at linux.org.bd
Mon Jul 6 07:51:34 BST 2009


2009/7/6 I am aero <aero4k at gmail.com>

> উবুন্টুর ফায়ারফক্সে যা কিছুই বুকমার্ক করে রাখিনা কেন। তা থাকে না। পরে যখন
> চালু করি তখন ফায়ারফক্সের বুকমার্ক লিস্টে আমার সেভ করা লিংকগুলো পাওয়া যায় না।
> কিন্তু এক্সপিতে এমন সমস্যায় কখনও পড়িনি।
> ঠিক কি কারণে এমন হচ্ছে কেউ জানাবেন কি?
>

আপনি কি কোন কাস্টোমাইজেশন করেছিলেন ফায়ারফক্সে?
শুধু কি বুকমার্কে সমস্যা হচ্ছে নাকি এ্যাডঅনসহ অন্যান্য প্রোফাইল সেটিং ও
পরিবর্তন হয়ে যাচ্ছে?

আমারও সমাধান জানা নেই, তবে ফক্সমার্ক/রিডইটলেটার এগুলোর মতো কোন বুকমার্ক টুল
ব্যবহার করতে পারেন যদি কেবল বুকমার্কে সমস্যা হয়। আর যদি প্রোফাইলে সমস্যা হয়
তাহলে অন্য একটা সমাধান দিতে পারি, সেটায় পরে আসবোনে আপনার কাছে জবাব পেয়ে

-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list