[Ubuntu-BD] Internet connection via PPPOE

Md. Muhibur Rahman saad at live.com.bd
Tue Jul 14 11:43:26 BST 2009


আমি উবুন্টু তে একদমই নতুন।উবুন্টু ব্যবহার করতে ভালই লাগছে। কিন্তু আমি
উবুন্টু তে ইন্টারনেট ব্যবহার করতে পারছিনা।আমি উইন্ডোজ এ PPPOE এর মাধ্যমে
ডায়াল করে ISP এর সাথে কানেক্ট হই। কিন্তু উবুন্টু তে অনেক চেষ্টা করেও PPPOE
এর মাধ্যমে কানেক্ট হতে পারছিনা। আমার LAN এর সংযোগ ঠিক ভাবেই কাজ করছে। PPPOE
এর মাধ্যমে কানেক্ট করতে গেলে ২/৩ সেকেন্ড পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। কেউ
এর সমাধান দিতে পারলে খুব ভাল হতো। আশা করি কেউ সাহায্য করবেন।


মো: মুহিবুর রহমান
muhib.webnode.com


More information about the ubuntu-bd mailing list