[Ubuntu-BD] Looking for sponsor

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sun Jul 19 15:07:41 BST 2009


2009/7/18 Arafat Rahman <opurahman at gmail.com>

> গ্রুপের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা,  এই গ্রুপে আমি নতুন সদস্য। সবার সাথে
> পরিচয় হয়নি। আমি আরাফাত রহমান,  ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার।
>
> আগামী ২২ জুলাই ২০০৯ Dhaka University of Engineering and Technology
> (DUET)-এ  CSE department-এর নবীন বরণ এবং প্রবীণ বিদায় অনুষ্ঠান। অন্যান্য
> উপহার সমগ্রীর
> সাথে লিন্যাক্সের একটি সিডি/ডিভিডি দিতে পারলে খুবই কাজের কাজ হতো। কিন্তু
> এজন্য স্পন্সর প্রয়োজন।  এখানে কি কেউ আছেন উবুন্টুর ২০০ টি সিডি/ডিভিডি
> স্পন্সর করার মত? অথবা উবুন্টু
> বাংলাদেশ থেকে স্পন্সর পাওয়া যাবে কি?
>

আপনাদের বাজেট কিরকম সেব্যাপারে একটু যদি আঁচ দিতে পারবেন? সেই সাথে স্পন্সরদের
সুযোগ/সুবিধা (পরিচিতি প্রসঙ্গে) কোনকিছু থাকলে জানাতে ভুলবেন না। আমরা কয়েকজন
মিলে চেষ্টা করতে পারি (করবোই এমন কথা দিতে পারছিনা না বলে দুঃখিত)। এছাড়াও
কয়েকটি গ্রুপ আছে যারা এসব বিষয়ে আগ্রহী আছেন।

বিস্তারিত জানাবেন

-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list