[Ubuntu-BD] problem-amderprojukti.com & About Workshop!

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sun Jun 14 16:23:17 BST 2009


2009/6/14 moshiur Rahman <moshiur.rahman1985 at gmail.com>

> আমি amaderprojukti.com এ <http://forum.amaderprojukti.com/>register
> করেছি,কিন্তূ বুঝতে পারছিনা কিভাবে আমি নিজের লেখা অথবা problem ' post
> করবো...আমকে কে কি কোনও link দেয়া যায়?
>

ভাই জীবনে কিছু কিছু জিনিস নিজে শিখে নিতে হয়, সবকিছু টিউটোরিয়াল বা লিঙ্ক দিয়ে
হয় না।
উক্ত ফোরামে পোস্ট করার জন্য যে বিভাগে পোস্ট করতে চান তাতে ঢুকে টপিকের
তালিকার ঠিক উপরে বামে দেখতে পারবেন "নতুন টপিক প্রকাশ করুন" সেটা নির্বাচন করে
আপনার বক্তব্য লিখে প্রকাশ চেপে পোস্ট করতে পারবেন।


> আর একটা ব্যাপার,আমি BGMEA Institute of Fashion & Technology তে B.Sc শেষ
> বর্ষে পড়ি,আমি চাই আমার institution 'এ আপনারা(মানে উবুন্তূ forum) একটা
> "Ubuntu using" র উপর workshop করেন,...এট কি সম্ভব?
>

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যক্তিগতভাবে ব্যস্ত থাকায় দৌড়াদৌড়ি করা সম্ভব
হচ্ছে না।

আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আগে অনুমতি সংগ্রহ করুন।
খুঁজে দেখুন আপনাদের কম্পিউটার ক্লাব আছে কিনা। যদি থাকে তাহলে তাদের সাথে
যোগাযোগ করুন। নাহলে কম্পিউটার ফ্যাকাল্টির হেড এর সাথে কথা বলতে পারেন, অথবা
খুঁজে বের করুন কম্পিউটার ডিপার্টমেন্টের কোন শিক্ষক ছাত্রদের মধ্যে বেশি
জনপ্রিয় তাকে ধরুন।

আপনাদের অডিটোরিয়াম ও অন্যান্য এ্যারেঞ্জমেন্ট সম্পর্কেও খোঁজখবর রাখুন,
ভার্সিটি কিরকম সহায়তা করবে তা একটু জেনে নিবেন। (প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে
আয়োজন সফল হয়েছিলো কারণ তাদের আইটি ডিপার্টমেন্ট আমাদের পুরো অনুষ্ঠানের সময়
পাশে ছিলো, এছাড়াও শামীম  ভাইয়ের সাহায্য তো ছিলোই)।

আপনাদের ভার্সিটি থেকে কেউ স্বেচ্ছাসেবক হতে আগ্রহী কিনা সেটাও জেনে নিন,
বরাবরই অতিরিক্ত কিছু হাত থাকলে সুবিধা হয় (যেমন এবার রঞ্জু ভাইয়েরা সাহায্য
করেছিলেন)।

এছাড়াও আপনার যদি কোন সাহায্য পরামর্শ লাগে বলবেন সাধ্যমতো করবো।

থ্যাঙ্কস
>
ধন্যবাদের কি হলো?

-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list