[Ubuntu-BD] র‌্যাঙ্কসটেল এর সেট দিয়ে কি ইন্টারনেটে কানেক্ট হওয়া যায়?

Tareq Hasan tareq1988 at gmail.com
Thu Jun 25 09:51:33 BST 2009


কয়েকদিন আগে আমার এক বন্ধুর খুব সখ হল উবুন্টু চালাবে। এক ভাই ওর ওখানে উবুন্টু
ইন্সটল করে দিয়েছে। আমার বন্ধুটি র‌্যাঙ্কসটেল এর হাওয়াই সেট ব্যবহার করে। এইটা
দিয়ে কি নেট কানেকশন উবুন্টুতে পাওয়া যায় কিনা আমি জানিনা। কারো কি অভিজ্ঞতা
আছে? যদি ইন্টারনেট কানেকশন দেয়া যায়, তাহলে আমি চেষ্টা করে দেখব। আর কেউ যদি
কোনদিন কানেকশন না দিতে পারে তাহলে অযথা আগে কানেকশন দেয়ার জন্যে চেষ্টা করার
ইচ্ছা নাই।

আছে কি কারো অভিজ্ঞতা? কিভাবে কানেক্ট করে একটু জানালে বন্ধুটির উপকার হত।
--------------------------------------------
Best regard
Tareq Hasan
My Blog (http://tareq.weDevs.com)
Developers forum: (http://forum.weDevs.com)
Follow me: (http://twitter.com/tareq_cse)


More information about the ubuntu-bd mailing list