[Ubuntu-BD] How to protect hdd drive from data loss from linux

dark lord darklord2007 at gmail.com
Fri Jun 26 22:48:14 BST 2009


যদিও ব্যাকআপ রাখা সবচেয়ে উত্তম পন্থা তবে

আমি জানতে চাচ্ছিলামকিভাবে একটি হার্ডডিস্ক ড্রাইভ কে অসাবধানতা বশত ফরমেট হতে
রক্ষা করা যায়? এমন কোন ব্যাবস্থা আছে কি? মানে এমন প্রটেকশন যাতে হার্ডডিস্ক
ফরমেটিং টুল দিয়ে ওই ড্রাইভটি কোনভাবে ফরমেট ডিলিট বা এজাতীয় কোন পরিবর্তন করা
যাবেনা।


আর প্রায় সময় শুনি ওয়েবসার্ভারে ওয়েবসাইটগুলো ব্যাকআপ রাখা হয় এটাকি ম্যানুয়ালি
করা হয় নাকি অটোমেটেড কোন সিস্টেম আছে? আমি যদি লিনাক্সে কোন একটি ড্রাইভ বা
কোন একটি ফোল্ডারের ফাইল অটোমেটেড ব্যাকআপ রাখতে চাই মানে শিডিউল কৃত সময় অন্তর
ব্যাকআপ হবে এবং উক্ত ড্রাইভ বা ফোল্ডারে নতুন কোন ফাইল রাখা হলে পরবর্তীতে
সেটিও ব্যাকআপ ড্রাইভে কপি হয়ে যাবে....
-- 
DARKLORD (:=


More information about the ubuntu-bd mailing list