[Ubuntu-BD] ফায়ারফক্সের গতি ধীর
Maya Max
maya2k10 at gmail.com
Wed Oct 21 04:07:46 BST 2009
লক্ষ্য করছি যে উবুন্টুতে (৯.০৪) ফায়ারফক্সে কোন বড় ওয়েবসাইট স্ক্রল করলে
থেমে থেমে নিচে নামে বা উপরে উঠে। একই কম্পিউটারের অন্য ড্রাইভের উইন্ডোজ
দিয়ে একই সাইট দেখলাম। কেমন সড়সড় করে নিচে নামা বা উপরে উঠা গেল। এটা কি
কোন উবুন্টুর সমস্যা নাকি ফায়ারফক্সের সমস্যা- কেউ একটু জানালে উপকৃত
হতাম।
আমার মেশিন:
processor: pentium (R) Dual-Core CPU E5300 @ 2.60GHz
Memory: 965.1 MiB
More information about the ubuntu-bd
mailing list