[Ubuntu-BD] প্রকাশিত হয়েছে অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সন

Lenin lenin at phpxperts.net
Thu Sep 3 08:03:48 BST 2009


অত্যন্ত খুশির সংবাদ :)
যারা অভ্র ফোনেটিকের জন্য লিনাক্সে আসতে পারছেন না বলতেন তাদের আর অজুহাত রইলো
না!

এবারে লিনাক্সে দলে ভারি হবে... আসলেই ঈদের আমেজ.... থ্রি চিয়ার্স ফর
ওমিক্রনল্যাব!


More information about the ubuntu-bd mailing list