আমার জানায় সম্ভবত ঘাটতি আছে। যতদূর জানতাম কোন সাহায্যের জন্য কেউ কাউকে দোষারোপ কিংবা বড়াই করে না। আর আমি সাহায্য করতে চেয়েছি, "সাহাজ্য" করার কোন ইচ্ছা বা চেষ্টা কোনটাই কোনদিন যেন আমার দ্বারা না হয়, সেদিকে সামনের দিনগুলো তে খেয়াল রাখবো।