[Ubuntu-BD] হেল্প প্লিজ, এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট ১৬০০ সিরিজ) প্রিন্টার সমস্যা, উবুন্টুকে কনটিনিউ করার জন্য প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম তবুও...

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Mon Aug 2 05:16:40 BST 2010


রিয়াদ ভাই

আমি নিজেও এই একই ভেজালে পড়েছি আগেই বলেছি। সমাধানের রাস্তাটাও আপনার মতোই
ছিলো। কিন্তু সমস্যা হলো রাস্তার শেষে গিয়ে দেখা গেল ওটা কানাগলি ছাড়া আর কিছুই
না। মানে হলো যেই চিপায় ছিলাম সেখানেই আছি। আরো ঝামেলার বস্তু হলো cups এর
সাথের কিছু মিসিং ডিপেডেন্সি ইন্সটল করেছিলাম hp-lipটা দিয়ে তারপর ক্যাননগুলো ও
এখন ঝামেলা করছে। তাই বেশ কিরিঞ্চির মইধ্যে আছি। আজ রাতের মধ্যেই কিছু একটা
করতে হবে। এইচপির সাপোর্টে মেইল দিলে ওরা কোন সমাধান দেয় না।

ক্যাননের আইআর১৬০০ আইপি প্রিন্টার নিয়ে এইরকম ঝামেলায় পড়ায় ড্রাইভারের .ppd
ফাইলটাকে এডিট করেছিলাম। মনে হচ্ছে আবারো সে পথেই হাঁটতে হবে।

দোয়া রাখেন ভাই, যেন এই চিপা থেকে দ্রুতই মুক্তি পাই।

রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list