[Ubuntu-BD] WiMax dongle modem

Sarim Khan sarim2005 at gmail.com
Mon Aug 2 19:23:21 BST 2010


তারুণ্য ভাই সমস্যাটি অত সহজে সমাধান হয় না। দয়া করে একটু
http://ubuntuforums.org/showthread.php?t=1539288 লিংকটি পড়ে দেখুন।
আপ্র ডাউন থাকায় ......................
ওখানে দেখা গেছে কিউবির মডেমটাও লিনাক্স সাপোর্টেড হওয়া সত্ত্বেও কাজ
হয় নাই এখন পর্যন্ত। মডসুইচ ইন্সটল করার পর ম্যানুয়ালি মডসুইচ দিয়ে
মডেমটা সুইচ করতে হয়। তারপরও dmesg তে মডেম ডিটেক্ট করে নি। আমি
modprobe করতে বলেছি , যদিও সেটার ফিডব্যাক এখনও পাইনি।

ফলে বুঝা যাচ্ছে মডেমগুলা এখনও পুরাপুরি লিনাক্স সাপোর্টেড হয় নাই।
ঝামেলা করে ইন্সটল করতে হবে।


More information about the ubuntu-bd mailing list