শুভেচ্ছাসহ সবাইকে বলছি- এখন আমরা কয়েকজন উবুন্টু ব্যবহারকারীগণ একটি বড় সমস্যায় আছি- এইচপি। উবুন্টু-লিনাক্সে এটি কনফিগার হচ্ছে না। অবশ্য এই সমস্যাটি নিয়ে আমাদের প্রাণপ্রিয় রিং ভাই প্রচুর চেষ্টা করে যাচ্ছেন। এই প্রচেষ্টায় আর কেউ যোগ দিলে ভালো হতো। কেউ কি ডি1660 প্রিন্টার দিয়ে উবুন্টু-লিনাক্সে প্রিন্ট করতে পারছেন? শুভেচ্ছাসহ আজম মাহমুদ 01199351546