[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Tue Jul 13 15:38:43 BST 2010


'বন্টু-মিন্টুর আড্ডা' সবার কাছে পৌঁছে দিতে আমরা তিন স্তর বিশিষ্ট একটা লিস্ট
ধরে ধরে আগাতে পারি। এইখানে পরিকল্পনাটা হচ্ছে আমরা যে যেই প্লার্টফর্মে নিয়মিত
লিখে থাকি, তারা সেই প্লার্টফর্মে খবরটি পৌঁছে দেব। যেমন: যিনি সামহোয়ার ইনে
লেখেন তিনি সামহোয়ার ইন ব্লগে লিখবেন, যিনি টেকটিউনে নিয়মিত তিনি টেকটিউনে
লিখবেন। যিনি সংবাদ পত্রের প্রযুক্তি পাতায় লিখে থাকেন, তিনি সংবাদ পত্রে
প্রযুক্তি পাতায় লিখবেন। কারণটা খুবই স্বাভাবিক, 'চেনা বামুনের পৈতা লাগে না'
এবং 'অপরিচিত লোকের দেয়া কোনকিছু খাবেন না" (পড়ুন 'কোথাও যাবেন না' :P )।

১. মেইলিং লিস্ট:
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌------------------
উবুন্টু বিডি-র মেইল লিস্টের সবাই মোটামুটি আমরা জেনেই গেছি। বাকি রইল BDOSN,
BDLUG, Fedora-Banglasesh। Phpxpert গ্রুপের ব্যাপারে শিলপু ভাই বা রাজু ভাই যা
ভাল করেন। ওখানে পোস্ট করা যথার্থ মনে না হলে দরকার নেই।

২. ব্লগ এবং ফোরাম:
‌‌‌‌‌‌‌‌‌‌‌---------------------

প্রাথমিক লক্ষ্য হিসেবে  ব্লগ এবং ফোরামের আমি যে লিস্টি বানিয়েছি সেটা এরকম,
দেখুন দেখি কিছু বাদ পড়ল নাকি?

ব্লগ:
----
ক. সামহোয়ার ইন ব্লগ
খ. আমার ব্লগ
গ. সচলায়তন
ঘ. প্রথম আলো ব্লগ
ঙ. টেক টিউনস
চ. চতুর্মাত্রিক
ছ. আমরা বন্ধু
জ. ক্যাডেট কলেজ ব্লগ


ফোরাম:
---------
ক. আমাদের প্রযুক্তি
খ. প্রজন্ম ফোরাম
গ. রংমহল

৩. সংবাদ পত্র:
------------------

এইখানে সংবাদ পত্র খবরগুলো পৌঁছানোর জন্য যারা সংবাদপত্রের বিভিন্ন টিপস লেখেন
তাদের অনুরোধ করতে পারি। কিংবা নিজেরাও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতে পারি। তবে প্রেস
বিজ্ঞপ্তি ছাপবে কিনা সেটা একটা কথা!

আর এইখানে ফেসবুকের কথা আর ধরলাম না, কারণ এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর
পরিচিতজনকে উৎসাহ দিয়ে নিয়ে আসা বা ফোনে, মেসেঞ্জারে, সরাসরি দাওয়াত পৌঁছানো তো
বলারই কোন অপেক্ষা রাখে না।

যাইহোক, আজকে রাতের কোন এক সময় আমাদের প্রযুক্তি-তে পোস্টের মাধ্যমে আমি প্রচার
কাজ শুরু করতে যাচ্ছি।

এইবার আমাদের সবারই কাজ একটু বেড়ে গেল। আশাকরি সবাই মিলে আমরা দারুণ প্রাণবন্ত
একটা আড্ডা উপভোগ করতে পারব।
---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list