[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Mon Jul 19 07:30:48 BST 2010


আজকে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন পাতায় আমাদের আড্ডার খবর ছাপা হয়েছে:
http://prothom-alo.com/detail/date/2010-07-19/news/79781
---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


2010/7/19 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> আমি ব্যক্তিগত ভাবেই মনে করি এই মেইলিং লিস্টে এমন কেউ নেই যে, কেউ কাউকে
> ব্যক্তিগত পর্যায়ে ঘৃনা কিংবা অবহেলা করছে, করেছে কিংবা করবে। তাই সব বিষয়ে
> আলোচনাগুলো যদি মেইলিং লিস্টে হতো, তো খুব ভালো হতো।
>
> রাজু ভাইকে ধন্যবাদ খাবার আর পানীয়ের জন্য আয়োজনের ব্যবস্থা করতে আগ্রহ
> প্রকাশ
> করায়। আমি ব্যক্তিগত ভাবে এবং বিভিন্ন ফোরাম ও ব্লগের আলোচনার হিসেবে যা
> বুঝছি
> তা হলো কমপক্ষে ২৮০ (দুইশত আশি) জনের ব্যবস্থা করতেই হচ্ছে। রাজু ভাই কে
> অনুরোধ
> করছি, আপনি যে সিদ্ধান্তই নিন দ্রুতই নিন। তাতে আয়োজকদের বিকল্প চিন্তাগুলো
> হয়
> বাদ দিতে না হয় সচল রাখতে সুবিধা হবে। আমাদের সময় খুবই সংকীর্ণ হয়ে এসেছে।
> দ্রুত আর কার্যকরী সিদ্ধান্ত গ্রহন অতি জরুরী।
>
> ধন্যবাদ
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list