আপনি একটি ভালো ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে দেখুন কিরকম স্পিড পাচ্ছেন। আমার প্রথম পছন্দ (সবসময় ব্যবহার করি) aria2 যদিও এটা কমান্ড লাইন ইন্টারফেস। তবে গ্রাফিকাল ব্যবহার করাই আপনার জন্য সুবিধা হবে। এজন্য ১)Fatrat ২)Multiget এই দুইটি ইন্সটল করে দেখুন এগুলোতে কিরকম স্পিড পাচ্ছেন। যেখান থেকে ডাউনলোড করছেন সেটার উপরও কিন্তু ডাউনলোড স্পিড নির্ভর করে।