[Ubuntu-BD] স্লো ইন্টারনেট স্পীড

Sarim Khan sarim2005 at gmail.com
Fri Jul 30 13:44:37 BST 2010


আপনি একটি ভালো ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে দেখুন কিরকম স্পিড পাচ্ছেন।
আমার প্রথম পছন্দ (সবসময় ব্যবহার করি) aria2 যদিও এটা কমান্ড লাইন ইন্টারফেস।

তবে  গ্রাফিকাল ব্যবহার করাই আপনার জন্য সুবিধা হবে।
এজন্য
১)Fatrat
২)Multiget

এই দুইটি ইন্সটল করে দেখুন এগুলোতে কিরকম স্পিড পাচ্ছেন। যেখান থেকে ডাউনলোড
করছেন সেটার উপরও কিন্তু ডাউনলোড স্পিড নির্ভর করে।


More information about the ubuntu-bd mailing list