[Ubuntu-BD] মিন্ট ৯ এ সমস্যা

Tanbin Islam Siyam potasiyam at gmail.com
Tue Jun 29 14:57:55 BST 2010


হ্যাশ মিলেছে। মিলবে এটা মোটামুটি নিশ্চিত ছিলাম। টরেন্ট দিয়ে নামানো।
ঝামেলা বোধহয় আমার ডিভিডিতে।
অনেক ধন্যবাদ আপনাকে।
2010/6/29 Tanbin Islam Siyam <potasiyam at gmail.com>

> অনেক ধন্যবাদ।
> হ্যাশ মিলানোর কথা মনে ছিলো না। (আমি উইন্ডোজে হ্যাশট্যাব ব্যবহার করি, এক
> ক্লিকেই পাওয়া যায়, ১৫ টার মতো মেথড সাপোর্ট করে)
>
> 2010/6/29 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
>> যে আইএসও টা নামিয়েছেন তার md5sum চেক করুন। যে সাইট থেকে নামিয়েছেন সেই খানে
>>
>> দেখুন md5sum নামে একটা ফাইল আছে। ওই ফাইলটা খুলুন। এবার টার্মিনালে কমান্ড
>> দিন: sudo md5sum filename.iso
>> যে ডাটা পাবেন, তার সাথে md5sum ফাইলটার ডাটা মিলয়ে দেখুন। শেষ ৫টা নম্বর বা
>> অক্ষর মিললেই হলো, বাকিটা মিলবেই। আর না মিললে বুঝবেন আপনার ডাউনলোডেড
>> আইএসওটা
>> করাপ্ট। পুনরায় ডাউনলোড বা কারো কাছ থেকে জোগাড় করতে উঠেপড়ে লেগে যান।
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> Tanbin Islam Siyam
>
>
>


-- 
Tanbin Islam Siyam


More information about the ubuntu-bd mailing list