[Ubuntu-BD] "Problem with gnucash"

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Wed Jun 30 12:33:51 BST 2010


আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তো একটু সময়সাপেক্ষ ব্যাপার। ব্যস্ততা একটু
কমলে আমি অবশ্যই সহজভাবে বোঝাবার চেষ্টা করে দেখব।

On 6/30/10, Mehdi Hassan <mehdi680 at gmail.com> wrote:
> শাবাব ভাই
>
> সালাম
>
> অাসলে নুক্যাশের কোন সমস্যা নেই। সমস্যা টা অামার নিজের। এটা অামার কাছে
> একেবারে নতুন। সুতরাং একেবারে প্রথম থেকে সুরু করতে হবে। পাওনাদার ও দেনাদার
> এখানে কোনটা বুঝাচ্ছে। ট্যনজেকশন কোথায় দিতে হবে ইত্যাদি। টিউটোরয়াল থেকে কিছু
> বুঝতে পাচ্ছিনা। মোদ্দা কথা, একটা শুরু করার খেউ (সুতা) ধরে দিতে হবে। অাসা করি
> বুঝাতে পেরেছি।
>
> --
> Z.M. Mehdi Hassan
> Digital Watch Limited
>


-- 
---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


More information about the ubuntu-bd mailing list