[Ubuntu-BD] উবুন্টুর টাইপিং শেখার ভাল সফটওয়্যার চাই..

SYeeF Ahmed syeef.ahmed at gmail.com
Sat Mar 27 18:28:07 GMT 2010


>
> উবুন্টুতে Ubuntu Software Center নামে একটা মেনু আছে (Applications এর
> মধ্যে)।
> ঐখানে কি কখনো খুঁজে দেখেছেন?
>

হ্যাঁ ভাই... সেখানে তো সবার আগেই দেখেছি। Klavaro নামে একটা কে ইন্সটলও
করেছি.. কিন্তু রান হয় না।
Applications>Education নামক একটা সাব মেনুতে Klavaro অবস্থান নিয়েছে। ক্লিক
করলে মেনুটা চলে যায় মনে হয় কিছুক্ষনের মধ্য রান করবে.. কিন্তু কখনও রান করে
না...। এক সপ্তাহ হলো কারমিক পূর্নরায় ইন্সটল করেছি... আগের বার Opera Browser
টা Klavaro 'র মত আচরন করতো। এটা কি কোন ধরনের সমস্যা?

Ktouch নামে একটা আছে... সেটা জন্য আবার KDE ডাউনলোড করে ইন্সটল করতে হবে কি? K
দেখলেইতো কুবুন্টু বলে সন্দেহ লাগে...

সবাইকে ধন্যবাদ।


More information about the ubuntu-bd mailing list