[Ubuntu-BD] জিনোম অনুবাদক দলের কেউ কি একটু এই অনুবাদটা রিভিউ করবেন?
Khandakar Mujahidul Islam
suzan229 at gmail.com
Fri May 14 15:19:05 BST 2010
জনাব মাহদি জামিল,
আপনি আপনার ফাইলটি "অঙ্কুর" বরাবর পাঠিয়ে দিতে পারেন। পাঠানোর সময় ".PO" ফাইল
হিসেবে পাঠাতে পারেন। ঠিকানার জন্য নিচের লিঙ্ক দেখুন
http://ankur.org.bd/wiki/Contact_us
<http://ankur.org.bd/wiki/Contact_us>আমি আপনার অনুবাদের খানিকটা রিভিউ করেছি।
কয়েকটা বানান ভুল পেয়েছি। কিছু ক্ষেত্রে আপনার ব্যবহৃত শব্দের বদলে অন্য শব্দ
ব্যবহার করা হয়ে থাকে। কখনও লিখেছেন "মুছে ফেল", কখনও "মুছে ফেলুন"।
এপ্লিকেশন->অ্যাপ্লিকেশন
খুঁযে->খুঁজে
Enable-ব্যবহৃত->সক্রিয়
find-অনুসন্ধান->খোঁজো
Searching-খোঁজা হচ্ছে->অনুসন্ধান করা হচ্ছে
Information-পরিচিতি->তথ্য
Less than a minute ago-"অল্প সময় আগে"->"এক মিনিট আগে"
এই রকম আরও বেশ কিছু।
ধন্যবাদ।
সুজন
http://amrra.net/
2010/5/14 Mahdee Jameel <mahdee.jameel at gmail.com>
> জিনোম-শেল এর জন্য অনুবাদ করে জমা দিয়েছি প্রায় ২ মাস আগে, অনুবাদক দলের
> কেউ জদি একটু কষ্ট করে রিভিউ করে দিতেন খুব ভালো হতো। জিনোম ২.৩০ তে
> জিনোম শেল থাকবে উইন্ডো ম্যানেজার হিসেবে, তাই এখন যদি দেখে দিতেন তাহলে
> পরে কাজ সহজ হয়ে যেতো।
>
> লিঙ্কঃ
> https://bugzilla.gnome.org/show_bug.cgi?id=611551
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list