[Ubuntu-BD] আর নেট সংযোগ ঘটাতে পারছি না

Ovro Niil ovroniil at gmail.com
Mon May 24 21:02:53 BST 2010


>
> আমি নেট থেকে নামিয়ে সিডিতে বার্ণ করে ইন্সটল করেছি। আপাতত মাউসের সমস্যাটা
> সমাধান নাহওয়াতে আর কিছু করতে পারছিনা।
>

সিডিতে বার্ন করে কিভাবে উবুন্টু ইন্সটল করার চেষ্টা করেছেন? আপনি কি সিডিরম
থেকে বুট করেছেন নাকি উইন্ডোজ চালু থাকা অবস্থায় সিডি ঢুকিয়ে উইন্ডোজে যেভাবে
কোন প্রোগ্রাম ইন্সটল করা হয় সেভাবে করেছেন? দ্বিতীয় পদ্ধতিকে বলা হয় উবি
(wubi)। উবিতে মাউস সংক্রান্ত সমস্যার কথা শুনেছিলাম। তাই প্রথম পদ্ধতিটিই
শ্রেয়তর। তাই উবি দিয়ে করে থাকলে এবার প্রথম পদ্ধতি দিয়ে করে দেখুন।

যদি আপনি প্রথম পদ্ধতিতে মাউস জনিত সমস্যায় পড়েন তবে আমি সাজেস্ট করব সিডিতে
বার্ন না করে ইউএসবি ড্রাইভ দিয়ে চেষ্টা করুন। ইউএসবি ড্রাইভ থেকে কিভাবে
উবুন্টু ইন্সটল করতে হবে তার টিউটোরিয়াল পাবেন
এখানে<http://nasir8891.wordpress.com/2010/05/11/create-ubuntu-live-bootable-usb/>।


আপনার কম্পিউটার যদি ব্রান্ডের পিসি হয়ে থাকে তাহলেও মাউসের এ সমস্যা হতে পারে
সেক্ষেত্রে এই পোস্টটি<http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5359&st=0&sk=t&sd=a&start=20#p45890>পড়ুন।

এখন আপনাদের সমস্ত নির্দেশিকা ইংরেজিতে আসায় আমার বুঝতেও অসুবিধে হচ্ছে।
>

আপনাকে ইংলিশে নির্দেশনা কে দিল? আমি তো এই মেইলের পুরো থ্রেডেই দেখলাম বাংলা
লেখা! আর বাংলা নির্দেশনা চাইলে পাবেন
এখানে<http://forum.amaderprojukti.com/ubuntuindex>
।

এখন প্রথম করবার কাজ হলো, মাউস সমস্যা ঠিক করা আর ভাষা ইংরেজিতে পালটে ফেলা। না
> পারলে আবার ইন্সটল করা।
>

ইয়ে ... আমি একটু কনফিউসড! আপনার মাউস কি লাইভ সিডিতে কাজ করছেনা নাকি ইন্সটল
করার পর কাজ করছে না? আমি ধরে নিয়েছিলাম লাইভ সিডিতে কাজ করছেনা।

মাদার বোর্ডের প্রচ্ছদের একটা ছবি পাঠালাম।


>
ছবি যদি এ্যাটাচ করে দেন তাহলে সমস্যা, কারণ মেইলিং লিস্টে এটাচড কিছু আসেনা।
কোন সাইটে আপ্লোড করে দয়া করে সেটার লিংক দিয়ে দেবেন।


-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list