[Ubuntu-BD] বেশ কয়েক দিন থেকে আমি উবুন্টু লিষ্টে কোন মেইল পাচ্ছি না।
ajom mahmud
ajomraj at gmail.com
Sun Oct 3 05:05:14 BST 2010
প্রিয় সবাই,
বেশ কয়েক দিন (প্রায় ২০/২২ দিন) থেকে আমি উবুন্টু লিষ্টে কোন মেইল পাচ্ছি না।
আপনারা কেউ কি পাচ্ছেন?
নাকি লিনাক্স নিয়ে আর কেউ কোন সমস্যায় পড়ছেন না?
যদি তাই হয় তাহলে তো লিনাক্সের জয়।
তা না হলে প্লিজ কেউ হেল্প করুন কেন আমি আর আগের মতো লিনাক্স এর কোলাহল
শুনতে পাই না!
সবার ভালো থাকা কাম্য।
বিণত
আজম
তানোর, রাজশাহী।
০১১৯৯৩৫১৫৪৬
More information about the ubuntu-bd
mailing list