[Ubuntu-BD] বাংলালায়ন ইনডোর (কেক) দিয়ে উবুন্টু১০.০৪ এ ল্যান কানেকশন করবো কীভাবে?

Shoyeb Mahmood shmood at gmail.com
Mon Oct 4 10:05:53 BST 2010


প্রিয় সবাই,
সরকারি বিএম কলেজ, বরিশালের সাইবার সেন্টারটি উবুন্টু ১০.০৪ এ চলে। ওখানে
৩২টি কম্পিউটার ল্যান করা আছে। তারা বাংলালায়ন ইনডোর ইউনিট (কেক) ব্যবহার
করতে চাচ্ছে। আমাকে তারা ডেকেছিল। কিন্তু আমি তো নিজেই নবীশ। তাই আপনাদের
স্মরণাপন্ন হলাম। কীভাবে এটা করা সম্ভব? আমি চাইনা সেন্টারটা নেট
কানেকশনের সমস্যার জন্য উইন্ডোজ ব্যবহার করুক।

ধন্যবাদ সবাইকে।
শোয়েব মাহমুদ
বরিশাল।


More information about the ubuntu-bd mailing list