[Ubuntu-BD] ubuntu 10.10 তে network manager applet 0.8.1 ধীরগতিতে কাজ করছে

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sat Oct 30 18:40:55 BST 2010


ভাই মায়া

একটু কষ্ট করে নেটে কানেক্টেড হন এবং ইউএসবি মডসুইচ এর ডিপেন্ডেন্সি সহ ইন্সটল
করে নিন। তারপর পিসি রিসেট করুন পিসি থেকে মুঠোফোন টা খুলে নিয়ে। রিস্টার্ট হয়ে
আসলে আবার কানেক্ট করার চেষ্টা করে দেখুন সমস্যাটা আছে কি না?

ধন্যবাদ আপনাকে।

-- 
রিং
+8801671411437

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list