[Ubuntu-BD] Display probelm on MAVERICK
Shabab Mustafa
shabab at linux.org.bd
Sat Oct 30 19:54:26 BST 2010
আচছা এই গ্যান্জামটা মন হয় নতুন x-server এর। ভার্চুয়াল বক্সেও আমি মাভেরিক
ঠিকমত চালাতে পারিনি।
---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab
2010/10/30 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> ভাই শাহান
>
> তোমার কষ্টের জায়গাটা আমি বুঝতে পেরছি। তবু কিছুই করার নাই। আর ম্যাভেরিকের
> অনেক বাগই এখনো ফিক্স করা হচ্ছে। তুমি আপাতত রিসেন্ট আপডেট যেগুলো পাবে সেগুলো
> ইন্সটলাইতে থাকো। আশা করি সপ্তাহ দুয়েকের মধ্যেই সমাধা হয়ে যাবে তোমার এ
> সমস্যা। আর ভালো কথা তোমার এই সমস্যাটা নিয়ে একটু খুঁজে পেতে দেখো যে
> লঞ্চপ্যাডে কেউ তোমার আগেই এ বিষয়ে বাগ রিপোর্ট মেরেছে কিনা? যদি দিয়ে থাকে তো
> তুমি তাতে যোগ দাও আর না দিয়ে থাকে তো তুমিই একটা বাগ রিপোর্ট শুরু করে দাও আর
> তোমার সব সামাজিক যোগাযোগ ব্যবস্হা + ফোরামের মাধ্যমে ম্যাভেরিকে এহেন সমস্যায়
> আক্রান্ত ব্যক্তিগণ কে বলো রিপোর্টটাতে সমর্থন দিতে। যদ দ্রুত যত বেশি বাগ
> রিপোর্টেড হবে তত দ্রুতই সমাধান আশা করতে পারো।
>
> এ কাজ গুলো করার আগেই অবশ্য তোমার উবুন্টুকে বুট মেন্যু থেকেই একবার সেফ
> গ্রাফিক্স মুডে চালিয়ে গ্রাফিক্স রিকনফিগার করে দেখতে পারো।
>
> ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য।
>
> --
> রিং
> +8801671411437
>
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
>
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list