[Ubuntu-BD] Doodle for IMLD

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sun Dec 25 03:16:09 UTC 2011


প্রিয় সাজ্জাদ

অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তোমাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

১। মেইল দিয়েছি
২। টুইটার ও জি+ এ শেয়ার করলাম।

আশা রাখি তোমার এ উদ্যোগে বাংলাদেশের সকল উন্মুক্ত সফটওয়্যার ও
প্রযুক্তিপ্রেমী ঝাঁপিয়ে পড়বেন।

রনদীপম দা আর গৌতম দা কে একান্ত অনুরোধ জানাবো আপনারা বাংলা যতগুলো ব্লগে
লেখেন এই বিষয়টা নিয়ে একটা জোরদার প্রচারনা চালান এবং জনমত আদায়ে সচেষ্ট হোন।

আশিকুর নূর কে অনুরোধ জানাবো বিষয়টা কৌশিক দা এবং আইরিন কে গুরুত্বসহকারে
জানাতে এবং নিউজ সাইটে এ বিষয়টা নিয়ে এখন থেকেই ২০শে ফেব্রুয়ারী অবদি টানা
স্ক্রলিং হাইটাইলস আকারে যেনো প্রচার পায় সে ব্যাপারে উদ্যোগী হতে।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list