[Ubuntu-BD] উবুন্টুতে PHP এবং Joomla
Himel Nag Rana
hnrana at gmail.com
Fri Jun 3 10:52:55 UTC 2011
আপনি xampp এর লিনাক্স ভার্সন ব্যবহার করতে পারেন. apachefriends.org থেকে এটা
নামাতে পারবেন! এর পর আনজিপ করে opt ফোল্ডার এ রাখতে হবে
এর পর ফোল্ডার এর পারমিসন চেঞ্জ করতে হবে -- আসলে ওই সাইটেই স্টেপগুলা লিখা
আছে. এরপর ওই ফোল্ডার এর ভেতরে htdocs পাবেন. এর পর সব এ আগের মতই.
তবে একটা সমসসা হলো উইন্ডজ এ xampp এমনি চালু হয়ে থাকে -- কিন্তু এখানে কমান্ড
লাইন এ চালু করতে হবে.
কমান্ড হলো ---
sudo /opt/lampp/lampp start
sudo /opt/lampp/lampp stop
sudo /opt/lampp/lampp restart
আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে -- কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন!
--
নিবেদক,
হিমেল নাগ রানা.
*মুঠোফোন:* ০১৭১১৬৬৪০৪৯,
*নাগবাবা'র ব্লগ <http://nagbaba.blogspot.com/>
নাগবাবা'র টুইটার <http://twitter.com/nagbaba>*
* <http://twitter.com/nagbaba>নাগবাবা'র
ছবিগুচ্ছ<http://www.flickr.com/photos/_nagbaba/>
*
More information about the ubuntu-bd
mailing list